চট্টগ্রামজাতীয়

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন নিলেন আবু সুফিয়ান

চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।

সোমবার (২০ নভেম্বর) মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে আবু সুফিয়ান বলেন, ১৯৭০ সালের নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করেছি। তৃণমূল থেকে রাজনীতি করে আসছি।

২০১৪ এবং ২০১৮ সালে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের আদর্শের প্রচার ও প্রসারে চট্টগ্রাম প্রেস ক্লাবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বোচ্চ চেষ্টা করবো। একই সঙ্গে এলাকার ব্যাপক উন্নয়নের পাশাপাশি অসমাপ্ত কাজ শেষ করবো। সুখী, সমৃদ্ধ জনপদ উপহার দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d