আহত ফিলিস্তিনিকে জিপে বেঁধে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে গ্রেপ্তার অভিযানের পর আহত এক ফিলিস্তিনিকে জিপের সামনের হুডে বেঁধে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।
শনিবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আর রয়টার্স এর সত্যতা যাচাই করেছে।
রয়টার্স বলেছে, জেনিনের ওই ফিলিস্তিনি বাসিন্দার নাম মুজাহেদ আজমি। ভিডিওতে দেখা গেছে, তাকে যে জিপের হুডে বেঁধে রাখা হয়েছে সেটি দু’টি অ্যাম্বুলেন্সের মাঝ দিয়ে যাচ্ছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, জেনিনে গ্রেপ্তার অভিযান চালাতে যাওয়া ইসরায়েলি বাহিনীর দিকে গুলি ছোড়া হয়, তারপর গুলি বিনিময় হয়; এতে এক সন্দেহভাজন আহত হয় আর তাকে ধরা হয়। সেনারা তখন সামরিক প্রটোকল লঙ্ঘন করে।
আহত আজমির পরিবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার অভিযান চালাতে আসে, সে সময় আজমি আহত হয়। আজমির পরিবার অ্যাম্বুলেন্স আনার অনুরোধ জানালেও ইসরায়েলি সেনাবাহিনী আজমিকে ধরে নিয়ে জিপের হুডের ওপর বেঁধে গাড়িটি চালিয়ে নিয়ে চলে যায়।
ওই আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য চিকিৎসা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।