জাতীয়

আ.লীগ কার্যালয়ে আগুন, বিএনপির ৯ নেতা-কর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনায় সন্দেহজনক বিএনপির ৪১ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। এরইমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনায়েতপুর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহজনক ২১ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ইতোমধ্যেই অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদি আসগার আলী মাস্টার বলেন, ‘কারা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে তা সঠিকভাবে না জানায় সন্দেহজনকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা মনে করছি বিএনপি জামায়াতের নেতা-কর্মীরাই আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছিল।’

মামলার ঘটনায় নিন্দা জানিয়ে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর শিকদার মঞ্জু বলেন, ‘এগুলো হয়রানিমূলক রাজনৈতিক মামলা। আমরা কেওই এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমরা এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। এগুলো করে আমাদের ওপর জুলুম নির্যাতন করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d