ইংরেজি দ্বিতীয় পত্রে অনুপস্থিত ১০৮২ পরীক্ষার্থী, বহিষ্কার ৪
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৮২ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় ১১৫টি কেন্দ্রে মোট ৯৭ হাজার ৮১১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৯৬ হাজার ৭২৯ জন।
রোববার (৭ জুলাই) দুপুরের দিকে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান।
তিনি জানান, চট্টগ্রামে ৬৯ কেন্দ্রে ৭১ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭০ হাজার ৭৭৪ জন।
অনুপস্থিত ছিল ৭১৩ জন।
এছাড়া পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় চট্টগ্রামে একজন ও কক্সবাজারে তিনজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১২ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১২ হাজার ২৮৯ জন, অনুপস্থিত ১৭৬ জন।
রাঙামাটি জেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৯৫২ জনের মধ্যে অংশ নিয়েছে ৪ হাজার ৮৮৯ জন, অনুপস্থিত ৬৩ জন।
খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ৫০৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৪৫০ জন এবং অনুপস্থিত ৫৬ জন।
বান্দরবান জেলায় ৮টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৪০১ জনের মধ্যে অংশ নিয়েছে ৩ হাজার ৩২৭ জন এবং অনুপস্থিত ৭৪ জন।