আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র পাঠাতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ বাইডেনের

ইউক্রেনকে অস্ত্র পাঠাতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৭ জুন) প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে বৈঠককালে দুঃখ প্রকাশ করেন তিনি। ফ্রান্সে ডি-ডে’র ৮০তম বার্ষিকী উপলক্ষে সফরকালে বৈঠক করেন দুই নেতা। খবর, দ্যা গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন জেলেনস্কি। এসময় অস্ত্র পৌঁছাতে দেরি হওয়ায় ইউক্রেনীয় প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেন বাইডেন। বলেন, বিল পাস সংক্রান্ত জটিলতার কারণেই দেরি হচ্ছে এটি। নতুন করে আরও ২২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন।

জো বাইডেন বলেন, যেভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে কিয়েভ তা অসাধারণ। আমরা সবসময় ইউক্রেনের পাশে আছি। বিল পাসে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করছি। তবে, তা পাসের পর থেকে ইউক্রেনকে মোট ৬টি সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বৈদ্যুতিক গ্রিড সংক্রান্ত সহায়তার জন্য নতুন করে আরও ২২৫ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ সই করেছি।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছেন, নতুন করে দেয়া মার্কিন সামরিক সহায়তার সাহায্যে ইউক্রেনের বাহিনী বিশেষ করে খারকিভের আশেপাশে রুশ অগ্রগতি ঠেকাতে সক্ষম হয়েছে। রাশিয়ানরা সত্যিই থমকে গেছে। মূলত খারকিভে তাদের অগ্রগতি শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, শুক্রবার ফ্রান্সের সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেয়া এক বক্তৃতায় জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভয়াবহ সময়ের সাথে ইউক্রেনের বর্তমান সময়কে অনেকটা একই রকম বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d