ইউক্রেনে ফের রকেট হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৪ এপ্রিল) ভোররাতে আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে ছোঁড়া হয় কয়েকটি এস-৩০০ রকেট। এছাড়া ড্রোন হামলা চালানো হয় দেশটির আরেক শহর ওয়েডাসোতেও। খবর, রয়টার্স।
রকেট হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন খারভি শহরের গভর্নর ওলেহ সিনহুবভ। গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় শহরের প্রানকেন্দ্রে তিনটি আবাসিক ভবন, দুটি অফিস, তিনটি অনাবাসিক ভবন, একটি গ্যাস পাইপলাইনসহ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩টি গাড়ি। গুরুতর আহত হয়েছে ৬ জন। এ ঘটনার একটি ফুটেজও প্রকাশ করে তারা। এতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে রকেটের অবশিষ্ট উদ্ধার করছে কর্তৃপক্ষ।
অপরদিকে, দেশটির আরেক শহর ওডেসাতে চালানো হয়েছে ড্রোন হামলা। শিশুসহ এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৯ জন। আহতদের পরবর্তীতে নেয়া হয় হাসপাতালে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ১৬টি ড্রোনসহ ছোঁড়া হয়েছিলো স্বল্পপাল্লার দু’টি ব্যালিস্টিক মিসাইল। যার সবগুলোই ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।