ইউরোর শেষ ষোলোয় কে কার মুখোমুখি
২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ও ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ক্রোয়েশিয়া বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। ফেভারিট হিসেবে এসে নিজেদের সেরাটার ধারেকাছে না থাকলেও, গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। জর্জিয়া, স্লোভেনিয়ার মতো নামেভারে অনেক পিছিয়ে থাকা দল চমক দেখিয়ে উঠে এসেছে নকআউট পর্বে। রোমাঞ্চ-উত্তেজনায় ভরা গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লাইনআপ।
নকআউট পর্বের প্রথম ধাপের টিকেট পেয়েছে স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্স, রোমানিয়া, বেলজিয়াম, পর্তুগাল, তুরস্ক, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, জর্জিয়া, স্লোভেনিয়া।
কোয়ার্টার-ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে আগামী শনিবার ‘এ’ গ্রুপের রানার্সআপ সুইজারল্যান্ড খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ ইতালির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
গ্রুপের শেষ রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের মুখ থেকে, ম্যাচের কয়েক সেকেন্ড বাকি থাকতে গোল করে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইতালি। ওই ম্যাচ হারলে বিপদ হতে পারত শিরোপাধারীদের।
শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ‘এ’ গ্রুপের সেরা জার্মানি খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ ডেনমার্কের বিপক্ষে।
‘সি’ গ্রুপের সেরা ইংল্যান্ড লড়বে স্লোভাকিয়ার বিপক্ষে। এই ম্যাচটি হবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১০টায়। চার তৃতীয় সেরা দলের একটি হিসেবে নকআউটে উঠেছে স্লোভাকিয়া।
তিন ম্যাচের একটিতেও সেরা অবস্থায় দেখা যায়নি ইংল্যান্ডকে। গ্যারেথ সাউথগেটের দল গোল করতে পেরেছে মাত্র দুটি।
রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন খেলবে জর্জিয়ার বিপক্ষে।
চলতি আসরে একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতেছে তিনবারের ইউরোপ জয়ী স্পেন।
সবচেয়ে বড় চমক দেখিয়েছে জর্জিয়া। গ্রুপের শেষ রাউন্ডে তারা ২-০ গোলে হারিয়ে দিয়েছে ২০১৬ আসরের চ্যাম্পিয়ন পর্তুগালকে। প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) খেলতে এসেই নকআউটে পা রেখেছে তারা। চার তৃতীয় সেরা দলের একটি হয়ে এই টিকেট পেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ৭৪ নম্বর দলটি।
‘ডি’ গ্রুপের রানার্সআপ ফ্রান্সের প্রতিপক্ষ ‘ই’ গ্রুপের রানার্সআপ বেলজিয়াম। ম্যাচটি হবে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায়। ফেভারিটের তকমা নিয়ে এসে গ্রুপ পর্বে তিন ম্যাচে ফ্রান্সের খেলোয়াড়রা প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে স্রেফ একবার।
একই দিন রাত ১টায় ‘এফ’ গ্রুপের সেরা পর্তুগাল খেলবে স্লোভেনিয়ার বিপক্ষে। চার তৃতীয় সেরা দলের একটি হিসেবে নকআউটে উঠেছে স্লোভেনিয়া।
‘ই’ গ্রুপের সেরা রোমানিয়া লড়বে চার তৃতীয় সেরা দলের একটি নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি হবে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায়। একই দিন রাত ১টায় ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন অস্ট্রিয়ার প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের রানার্সআপ তুরস্ক।
শেষ ষোলোর লাইনআপ:
সুইজারল্যান্ড-ইতালি
জার্মানি-ডেনমার্ক
ইংল্যান্ড-স্লোভাকিয়া
স্পেন-জর্জিয়া
ফ্রান্স-বেলজিয়াম
পর্তুগাল-স্লোভেনিয়া
রোমানিয়া-নেদারল্যান্ডস
অস্ট্রিয়া-তুরস্ক