চট্টগ্রাম

ইঞ্জিনে ত্রুটি: কলম্বোমুখী জাহাজ ফিরছে চট্টগ্রাম বন্দরে

যাত্রা শুরুর মাঝপথে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম বন্দরে ফিরে আসছে কলম্বোগামী জাহাজ ‘এইচআর ফারহা’। যদি জাহাজে থাকা ইঞ্জিনিয়াররা ত্রুটি সারাতে পারেন তবে জাহাজটি আবার কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করতে পারে।

বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শ্রীলংকার কলম্বো বন্দরে উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় জাহাজটি।

আগামী ৮ সেপ্টেম্বর কলম্বো পৌঁছার কথা ছিল। কিন্তু ১৫ ঘণ্টা চালানোর পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তাই ঝুঁকি না নিয়ে চট্টগ্রাম ফিরে আসার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, আমি খবর পেয়েছি বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ কলম্বো যাওয়ার পথে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। জাহাজটিতে ইঞ্জিনিয়ার আছেন। তারা চেষ্টা করছেন। যদি তারা ত্রুটি সারাতে না পারেন তাহলে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এনে ত্রুটি সারানো হবে। যেহেতু জাহাজ মালিক বাংলাদেশের তাই তাদের একটি সেটআপ আছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রাম থেকে কলম্বো যেতে চার থেকে সাড়ে চার দিন সময় লাগে জাহাজের।

তবে বড় ধরনের সমস্যা হলে অন্য জাহাজে করে ৬২৪টি কন্টেইনার কলম্বো পৌঁছানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d