ইরাকের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত মার্কিন সেনা
ইরাকের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। আল আসাদ নামের বিমানঘাঁটিতে স্থানীয় সময় শনিবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাক। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরাকের পশ্চিমাঞ্চলে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।
তবে ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে এখনো জানা যায়নি। এছাড়া হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন। এ হামলায় ইরাকের একজন সেনাও আহত হয়েছেন।
হামলার সময় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে এই ঘাঁটিতে আঘাত করে।
এই আল আসাদ বিমানঘাঁটিতেই মার্কিন সেনারা অবস্থান করছেন।
এর আগে শনিবার দামেস্কে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের নিরাপত্তা বাহিনীর পাঁচজন সিনিয়র সদস্য নিহত হয়েছেন।