ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে: চীনা পররাষ্ট্রমন্ত্রী
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মন্তব্যের বরাত দিয়ে মঙ্গলবার (২১ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীন ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার, অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে।
মঙ্গলবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারির সঙ্গে আলোচনায় ওয়াং ই এ মন্তব্য করেন।
ওয়াং বলেন, ইরান অসাধারণ নেতাদের হারিয়েছে এবং চীন ভালো বন্ধু ও অংশীদারদের হারিয়েছে।
রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই কঠিন সময়ে চীন দৃঢ়ভাবে ইরানি বন্ধুদের পাশে রয়েছে।
আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় রবিবার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।
অনুষ্ঠান শেষে সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি–আব্দোল্লাহিয়ানসহ তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। মাঝ আকাশে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। পরে সবার মৃতদেহ উদ্ধার করা হয়।