ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৫ হাজার ছাড়াল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ১০৮তম দিন আজ। আগের মতো এদিনেও গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনসহ গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়াল। খবর এএফপি, রয়টার্স।
রোববার (২১ জানুয়ারি) গাজার স্বাস্থ্যমন্ত্রণায় জানিয়েছে, অবরুদ্ধ উপাত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে পশ্চিমতীরে হামলা, অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার মতো সেখানেও প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে।
এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় অনবরত বোমা হামলা শুরু করে ইসরায়েল। দখলদার বাহিনীর নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না নারী ও শিশুরাও। গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়েছে। যদিও এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে লেবানন সীমান্তে। হামলা হচ্ছে সিরিয়া ও ইরাকেও।