আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় প্রাণহানি ১৩৫০ ছাড়ালো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৩৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৬ হাজার ৪৯ হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

গত শনিবার (৭ অক্টোবর) থেকে চলা এই সংঘাতে হামাসের হামলায় প্রায় ১৩০০ ইসরায়েলিও প্রাণ হারিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের মুখে চরম মানবেতর জীবনযাপন করছেন গাজাবাসী। বুধবার (১১ অক্টোবর) গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। অঞ্চলটি এখন পুরোপুরি বিদ্যুৎহীন। গাজার হাসপাতালগুলোর নিয়মিত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ ছাড়া চিকিৎসার যন্ত্রপাতিও হয়ে গেছে অকেজো।

এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে আন্তর্জাতিক দাতব্য এবং মানবাধিকার সংস্থাগুলো। ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d