উপজেলা নির্বাচনে চট্টগ্রামে প্রথম ভোট দেবে ১ লাখ ১১ হাজার ভোটার
চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৪ লাখ ২৫ হাজার ২৭২ জন। চার বছরের ব্যবধানে ভোটার বেড়েছে পাঁচ লাখ তিন হাজার ৩২৪ জন। এদের মধ্যে গত দ্বাদশ জাতীয় নির্বাচনে (৭ জানুয়ারি) কারও কারও বয়স ১৮ না হওয়ায় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাদের বয়স ১৮ পার হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন এমন ভোটার সংখ্যা এক লাখ ১০ হাজার ৮৭৫ জন।
ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন চট্টগ্রাম অফিস থেকে প্রকাশিত চট্টগ্রামের চূড়ান্ত ভোটার তালিকায় এসব তথ্য মিলেছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক।
এদিন নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যেখানে জানানো হয়, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এক বছরে দেশে ভোটার বেড়েছে ২৬ লাখ।
২০১৯ সালে প্রথমধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ২০২০ সালের পর থেকে প্রতিবছর ২ মার্চ ভোটার দিবস পালনের মধ্যদিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত বছর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম হাতে নেওয়া হয়, যা সম্পন্ন হয় চলতি বছর ফেব্রুয়ারিতে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার পাঁচলাইশ জোনে এবার নতুন ভোটার হয়েছে ৭ হাজার ৬৩৩ জন, চান্দগাঁওয়ে ৩ হাজার ২৯৫ জন, কোতোয়ালীতে ২ হাজার ৩৩০ জন, ডবলমুরিংয়ে ৭ হাজার ৭৩৩ জন, পাহাড়তলীতে ২ হাজার ৬৬১ জন এবং বন্দর জোনে ২ হাজার ৮০১ জন।
মিরসরাই উপজেলায় ৭ হাজার ২১৪ জন, সীতাকুণ্ডে ৪ হাজার ৮৮৮ জন, সন্দ্বীপে ৭ হাজার ৭৯৩ জন, ফটিকছড়িতে ১১ হাজার ৪৫৩ জন, হাটহাজারীতে ৬ হাজার ৬০৭ জন, রাউজানে ৫ হাজার ৪২৭ জন, রাঙ্গুনিয়ায় ৩ হাজার ৯৯৬ জন, বোয়ালখালীতে ৩ হাজার ৪০৪ জন, পটিয়ায় ৬ হাজার ১৩৬ জন, কর্ণফুলীতে ১ হাজার ৯০৪ জন, আনোয়ারায় ২ হাজার ৪৯৪ জন, চন্দনাইশে ৩ হাজার ৫৭৪ জন, সাতকানিয়ায় ৬ হাজার ৫৬৫ জন, লোহাগাড়ায় ৪ হাজার ১৫ জন, বাঁশখালীতে ৮ হাজার ৯৫২ জন।