এইচএসসিতে পাসে ছেলেরা কেন পিছিয়ে: প্রধানমন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাসের হারে দেখা যাচ্ছে মেয়েরা এগিয়ে। জিপিএ-৫ এর দিক থেকেও তারা এগিয়ে। ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে। প্রতিবারই দেখি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে। এখন ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে।
আজ রোববার রাজধানীর গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি আবার মেয়েদের পক্ষে বলে ফেলছি, ছেলেরা মন খারাপ করো না। ছেলেদের বলতে চাই, তোমরা পিছিয়ে থেকে না, সমান তালে তোমাদেরও এগিয়ে যেতে হবে।
এর আগে বেলা ১১টার কিছু আগে কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। এর মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন মেয়ে।
গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানেরা।
আরো পড়ুনঃ ৮ বছরের ফাহিম কুরআনের হাফেজ