চট্টগ্রামশিক্ষা

এইচএসসি: তিন বিষয়ে অনুপস্থিত ৯০৫ পরীক্ষার্থী

শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এইচএসসি) পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয়নি ৯০৫ জন পরীক্ষার্থী।

এ পরীক্ষায় ১১৫টি কেন্দ্রে মোট ৮০ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৭৯ হাজার ২২৩ জন।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান।

তিনি জানান, চট্টগ্রামে ৬৯ কেন্দ্রে ৬১ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৬০ হাজার ৯০৪ জন।

অনুপস্থিত ছিল ৬২১ জন।
কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ৮ হাজার ৮৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৮ হাজার ৭৪৪ জন, অনুপস্থিত ১৩৮ জন।

এছাড়াও পার্বত্য জেলা রাঙামাটি জেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ১৫০ জনের মধ্যে অংশ নিয়েছে ৩ হাজার ১০৪ জন, অনুপস্থিত ৪৬ জন।

খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৩ হাজার ৭৭২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৭৩৭ জন এবং অনুপস্থিত ৩৫ জন।

এছাড়া বান্দরবান জেলায় ৮টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৭৯৯ জনের মধ্যে অংশ নিয়েছে ২ হাজার ৭৩৪ জন এবং অনুপস্থিত ৬৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d