একযুগ পর খুনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরা
চট্টগ্রামের মিরসরাই থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোক্তার হোসেনকে (৫০) ১২ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মোক্তার হোসেন মিরসরাই উপজেলার রহমতাবাদ গ্রামের নুর আলম প্রকাশ নাবালক মিয়ার ছেলে।
র্যাব জানায়, ২০১২ সালে মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামি মোক্তারসহ তার অন্যান্য সহযোগীরা মিলে ভিকটিমকে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মামলা দায়েরের পর থেকে দীর্ঘ ১২ বছর ধরে আসামি মোক্তার হোসেন পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।