এক বছরে রাজস্ব আদায় বেড়েছে ১৬ কোটি টাকা
এক বছরের ব্যবধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব আদায় বেড়েছে ১৬ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৪৯৭ টাকা। রাজস্ব বিভাগের দশটি খাতের মধ্যে সাতটিতে রাজস্ব বাড়লেও ভূমি হস্তান্তর ফি, সপসাইন ফি ও যান্ত্রিক যানবাহন ফি আদায়ে গত বছরের তুলনায় রাজস্ব কমেছে ১০ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৮৮৭ টাকা।
চসিকের এ বছর সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে পৌরকর থেকে। সেখানে এবছর রাজস্ব আদায় হয়েছে ২০৮ কোটি ৮০ লাখ ১১ হাজার ৮০৫ টাকা। যেখানে গত বছর রাজস্ব আদায় হয়েছিল ১৮৬ কোটি টাকা ৯৩ লাখ ৪৬ হাজার ৫৯৩ টাকা। সে হিসেবে পৌরকর বিভাগে এবছর রাজস্ব আদায় বেড়েছে ২১ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৩২ টাকা।
চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রাজস্ব আদায় বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা আগে থেকেই নিয়েছি। এরমধ্যে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা, রাজস্ব আদায়ে কর্মকর্তাদের ডিমান্ড দেয়া, করদাতাদের কাউন্সিলিংসহ বিভিন্ন কর্মপরিকল্পনায় এবার রাজস্ব আদায় বেড়েছে।
চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের জুন পর্যন্ত চসিকের রাজস্ব আদায় হয়েছে ৩৭২ কোটি ৯ লাখ ৩৩ হাজার ৭৬৬ টাকা। গত (২০২৩) বছরের জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছিল ৩৫৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ২৬৯ টাকা। সে হিসেবে গত বছরের তুলনায় এ বছরের জুন পর্যন্ত রাজস্ব আদায় বেড়েছে ১৬ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৪৯৭ টাকা।
গত বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে পৌরকর থেকে। সেখানে এবছর রাজস্ব আদায় হয়েছে ২০৮ কোটি ৮০ লাখ ১১ হাজার ৮০৫ টাকা। যেখানে গত বছর রাজস্ব আদায় হয়েছিল ১৮৬ কোটি টাকা ৯৩ লাখ ৪৬ হাজার ৫৯৩ টাকা। পৌরকর বিভাগে এবছর রাজস্ব বেড়েছে ২১ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৩২ টাকা। একইভাবে ট্রেড লাইসেন্স ফি আদায়ে রাজস্ব বেড়েছে ২২ লাখ ৩৪ হাজার ৩৪৪ টাকা।
তবে ভূমি হস্তান্তর কর আদায়ের ক্ষেত্রে গত বছরের তুলনায় রাজস্ব কমেছে ১০ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৮৭ টাকা। যেখানে গতবছর আদায় হয়েছে ৯৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার ৮৬৮ টাকা। এবছর সেখানে আদায় হয়েছে ৮৫ কোটি ৬৬ হাজার ৭৮১ টাকা। বিজ্ঞাপন কর (গাড়ির স্টিকার, ব্যানার, ফেস্টুন ইত্যাদি) থেকে রাজস্ব আদায় বেড়েছে ১৯ লাখ ৫ হাজার ১২ টাকা।
সপসাইন ফি আদায়ের ক্ষেত্রেও গত বছরের তুলনায় রাজস্ব কমেছে ৩ লাখ ৫২ হাজার ৫৬ টাকা। একইভাবে যান্ত্রিক যানবাহন ফি আদায়ের ক্ষেত্রে রাজস্ব কমেছে ৩ লাখ ১৩ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে, প্রমোদ কর আদায়ের ক্ষেত্রে রাজস্ব বেড়েছে ৩ লাখ ৮৫ হাজার ৫২৬ টাকা। অযান্ত্রিক যানবাহন ফি বাবদ এবছর রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৭৯৪ টাকা। যেখানে গতবছর কোন টাকা আদায় করা যায়নি। বিবিধ খাতে রাজস্ব আদায় বেড়েছে ৪ লাখ ৭২ হাজার ১৮২ টাকা। এছাড়া, এস্টেস থেকে এবছর রাজস্ব আদায় বেড়েছে ১ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৪৪৯ টাকা।