আনোয়ারাচট্টগ্রাম

এক বছর পর সিইউএফএলের উৎপাদন শুরু

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের রাষ্ট্রায়ত্ত ও বৃহত্তম সার কারখানা সিইউএফএল দীর্ঘ ১ বছর বিরতি নিয়ে ফের উৎপাদন শুরু করেছে।

রবিবার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

তিনি বলেন, গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর এ কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। গত ৭ অক্টোবর থেকে এ কারখানায় প্রায় ১২ এমএমসিএফডি গ্যাস সরবরাহ হয়। এরপর থেকে ধীরে ধীরে উৎপাদন প্রক্রিয়ার কাজ শুরু করে কর্তৃপক্ষ। পরে ক্যাটালিস্ট রিডাকশনের ট্রায়াল শেষ করতে ১৫ অক্টোবর দেশে আসে যুক্তরাজ্যের ৪ বিশেষজ্ঞ দল। ট্রায়ালের কাজ শেষে শুক্রবার (৩ নভেম্বর) থেকে পুরোদমে সার উৎপাদন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আজ ভোর ৪টা থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানাটি সচল থাকলে দৈনিক ১হাজার মেট্রিক টন অ্যামোনিয়া গ্যাস ও ১১শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে সক্ষম। দীর্ঘ ১ বছর ধরে কারখানা বন্ধ থাকায় প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d