এক মাসে চট্টগ্রাম কারাগারে বন্দি কমেছে ১৮০০
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত এক মাসে এ কারাগারে প্রায় ১৮০০ জন বন্দি কমেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫০ জন আসামি জামিনে মুক্তি পাচ্ছেন, তবে বিভিন্ন অপরাধে কারাগারে নতুন করে প্রবেশ করছেন গড়ে ২০ জন।
কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল ৩ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ৯৪৮ জন কয়েদি এবং ২ হাজার ৫২৮ জন হাজতি। ৫ আগস্ট এ কারাগারে আটক বন্দির সংখ্যা ছিল ৫ হাজার ২৭৭ জন।
এই হ্রাসের পেছনে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরী ও জেলার বেশ কিছু থানায় হামলার ঘটনা এবং পরবর্তীতে থানাগুলোতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা। ফলে মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান কমে যাওয়ায় কারাগারে নতুন বন্দির সংখ্যাও হ্রাস পেয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন, বন্দি কমে যাওয়ায় বর্তমানে আটক বন্দিরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন এবং আরামে ঘুমাতে পারছেন।
উল্লেখ্য, ২ হাজার ২৪৯ জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কারাগারে বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ৫৪৬ জন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ১৭৬ জন, মায়ের সঙ্গে শিশু ২৯ জন এবং বিদেশি বন্দি ৬ জন রয়েছে। এছাড়াও কারাগারে জঙ্গি ও উপজাতীয় সংগঠনের ১৯১ জন সদস্যও বন্দি রয়েছেন।