বিনোদন

এবার কানাডায় যাচ্ছে ব্যান্ড চিরকুট

দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’। দর্শকপ্রিয়তার কারণে প্রতি বছরই দেশের বাইরে প্রায়ই কনসার্ট করে দলটি।

সেই ধারাবাহিকতায় এবার কানাডায় কনসার্ট করতে যাবেন তারা।

জানা গেছে, ‘বাংলাদেশে স্ট্রিট ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি উৎসবে গান গাইবে তারা।

কানাডায় চিরকুটের প্রথম কনসার্ট হবে আসছে জুলাইয়ের ১ তারিখ। বার্চমাউন্ট প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। চিরকুটের দ্বিতীয় কনসার্ট দ্য সিটি অব ক্যালগারিতে।

এরইমধ্যে কনসার্টে যোগ দেওয়ার বিষয়ে চিরকুটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, এখন পর্যন্ত দুটি কনসার্ট নিশ্চিত হয়েছে। এ সফরে আরও বেশকিছু কনসার্টের পরিকল্পনাও রয়েছে।

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি কথা-সুর-কণ্ঠ। পাভেল আরিন ড্রামস, দিব্য নাসের লিড গিটার, আরাফ বেইজ গিটার, জাহিদ নীরব কী-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল; রায়হান ইসলাম শুভ্র গিটার, ম্যান্ডোলিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d