চট্টগ্রাম

এমবিবিএস ফাইনাল প্রফে চমেকের ৯ শিক্ষার্থীর অনার্স মার্ক

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত মেডিক্যাল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) থেকে ৯ জন শিক্ষার্থী অনার্স মার্ক পেয়েছেন। এটি সিএমইউ অধিভুক্ত ১৬টি মেডিক্যাল কলেজের মধ্যে সেরা ফলাফল।

রোববার (২৫ আগস্ট) মেডিক্যাল কলেজগুলোর এমবিবিএস ২০১৮-১৯ সেশনের ফলাফল প্রকাশ করে সিএমইউ প্রশাসন।

এবার সিএমইউ’র ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় এক হাজার ১৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পাস করেছেন ৮৭২ জন। পাসের হার ৭২.৯৭ শতাংশ। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৩২৩। ফাইনাল প্রফে ২২৩ জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে অংশগ্রহণ করেন। ২২৩ জনের মধ্যে পাস করেছেন ১৯১ জন শিক্ষার্থী, অকৃতকার্য ৪১ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে অনার্স মার্ক পাওয়া শিক্ষার্থীরা হলেন- সুষ্মিতা শর্মা, চিত্রা দেবনাথ, আমেনা আফরিন, ফারিয়া নুর আরবী, সুমাইয়া বিনতে সৈয়ত প্রমি, রাঈসা আমেনা, অঙ্কিতা পাল, এমজি ওয়াহিদ আজিজ ও মো. ইহসানুল হক। তাঁরা গাইনোকোলজিতে অনার্স মার্ক পেয়েছেন।

এর আগে ২০১৭-১৮ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সিএমইউ’র অধীনে অনার্স মার্ক পেয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শ্রীলংকান শিক্ষার্থী ডা. ইয়েশমা সাভিন্দি মুদালিগামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d