ককটেল-পেট্রোল বোমাসহ কোতোয়ালীতে যুবক ধরা
ককটেল ও পেট্রোল বোমা হাতে যুবক ধার পড়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে। দ্বিতীয় দিনের অবরোধে তৌহিদুল ইসলাম (২৮) নামের ওই ব্যক্তিকে বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টায় এ অবরোধে নাশকতাকা সৃষ্টির অভিযোগে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের ২৫-৩০ জন কর্মী অবরোধে নাশকতার উদ্দেশ্যে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, দুপুরে প্রায় একসাথে ২৫-৩০ জন কর্মী নাশকতার উদ্দেশ্যে ‘আট মাচিং মোড়ে’ ভাঙচুর শুরু করে। এ সময় টহল পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি জানান, এ সময় তৌহিদুল ইসলাম আটক করে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি করলে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা জব্দ করা হয়েছে।