কক্সবাজার

কক্সবাজারে আলোচিত হত্যাকাণ্ডের ৩ আসামি গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত আবু ছৈয়দ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও অন্যতম প্রধান পরিকল্পনাকারী নেজামুল ইসলাম মোজাহিদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে পেকুয়া উপজেলার মগনামা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও পলাতক অন্যান্য আসামিদেরকে আইনের আওতায় আনতে র‍্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

শনিবার (১৪) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর মঙ্গলবার বিকেলে পেকুয়া উপজেলাধীন মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবু ছৈয়দকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাসহ তার একটি পা কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। এছাড়াও এ ঘটনায় আবু ছৈয়দের স্ত্রীসহ চারজন গুরুতর আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d