কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজারে এয়ার অ্যাস্ট্রার সেলস অফিস উদ্বোধন

দেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা সোমবার (৮ জুলাই) কক্সবাজারে এয়ারলাইন্সটির নতুন সেলস অফিসের যাত্রা শুরু করেছে।

সেলস অফিসটির উদ্বোধন করেন বামবার সভাপতি, বিএলসিপিএস’র সিইও ও ব্যান্ড মাইলসের দলনেতা হামিন আহমেদ।

তার সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এয়ার অ্যাস্ট্রার চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনের পর মিলাদের আয়োজন করা হয়। যেখানে কক্সবাজারের বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হামিন আহমেদ বলেন, এয়ার অ্যাস্ট্রা আমার কাছে পরিবারের মতো। তাদের সার্ভিস দেশের অন্যান্য এয়ারলাইন্সের থেকে ব্যতিক্রম ও বন্ধুত্বপূর্ণ। এয়ার অ্যাস্ট্রার এ সেলস অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অনেক আনন্দিত বোধ করছি। আশা করি, তারা তাদের সার্ভিস ও নিরাপদ ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রীদের সেবা দেওয়া চলমান রাখবে।

এয়ারলাইন্সটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি এয়ার অ্যাস্ট্রার পঞ্চম সেলস অফিস। সেলস অফিসটির উদ্বোধনের মধ্য দিয়ে এখন থেকে যাত্রীরা কক্সবাজার সেলস অফিস থেকে সরাসরি টিকিট ও হলিডে প্যাকেজ ক্রয় করতে পারবেন। এছাড়া যাত্রীদের টিকিট রিফান্ড, ফ্লাইটের সময় পরিবর্তনসহ অন্যান্য যাবতীয় সুবিধা এ সেলস অফিস থেকে দেওয়া হবে।

এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট ও ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। খুব শিগগিরই আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d