কক্সবাজারে বিনামূল্যে বীজ ও সার পাচ্ছে ৪ হাজার ২৬০ কৃষক
কক্সবাজার জেলায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন জেলার ৪ হাজার ২৬০ কৃষক। রবি মৌসুমে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ বৃদ্ধি’র লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পাবেন এই সহায়তা। প্রণোদনা সহায়তা হিসেবে থাকছে গম, ভুট্টা, সরিষা ও চিনা বাদাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপরিচালক কবির হেসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘প্রান্তিক পর্যায়ের চাষীদের উৎসাহিত করতে আট উপজেলার ৪ হাজার ২৬০ কৃষককে সরকারিভাবে কৃষি প্রণোদনা দেওয়া হবে। এজন্য সরকারিভাবে এ কর্মসূচির আওতায় ৩৫ লাখ টাকা বরাদ্দ এসেছে।
ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রকৃত চাষিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে তালিকা অনুযায়ী এসব কৃষকদের মধ্যে প্রণোদনা সহায়তা ও উপকরণ বিতরণ করা হবে’। তিনি বলেন, ‘প্রত্যেক কৃষককে ১ বিঘা করে (৩৩ শতাংশ) জমি আবাদের জন্য ১ কেজি করে সরিষা, গম, ভুট্টা ও চিনা বাদাম বীজের সাথে সারও দেওয়া হবে।
ওই কর্মকর্তা বলেন, সার-বীজ বিতরণের বিষয়ে জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হবে। তারপর উপজেলা পর্যায়ে এসব সার-বীজ কৃষকের মধ্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে।