কক্সবাজার

কক্সবাজারে সমুদ্রবিদ্যা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

জাতিসংঘসহ পাঁচ দেশের সমুদ্রবিজ্ঞানীদের অংশগ্রহণে আজ শনিবার থেকে কক্সবাজারে শুরু হচ্ছে সমুদ্রবিদ্যা বিষয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

‘টেকসই সুনীল অর্থনীতির জন্য সমুদ্রবিদ্যা : উন্নত ভবিষ্যতের জন্য উদ্ভাবন’ শীর্ষক এ সম্মেলনে সমুদ্রবিদ্যার ৬টি শাখার ৭২ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে জানিয়েছেন আয়োজক সংস্থা বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বরি) মহাপরিচালক ও সম্মেলনের আহবায়ক প্রফেসর ড. তৌহিদা রশীদ।

বৃহস্পতিবার দুপুরে বরি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. তৌহিদা রশীদ বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য হল– দেশ বিদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানী ও গবেষকদের একত্রিত করা এবং তাদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফলগুলিকে উপস্থাপন করা। এর মাধ্যমে সমুদ্র গবেষণার বর্তমান, ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে দিকনির্দেশনা পাওয়া যাবে। যা গবেষকদের গবেষণা কাজে পাথেয় হবে। এর মাধ্যমে সমুদ্র সম্পর্কিত পলিসি নিরূপণ ও বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া সহজ হবে।

এ সম্মেলনে সুনীল অর্থনীতি ছাড়াও ভৌত ও মহাকাশ সমুদ্রবিদ্যা, জৈবিক সমুদ্রবিদ্যা, রাসায়নিক সমুদ্রবিদ্যা, ভূতাত্ত্বিক সমুদ্রবিদ্যা, পরিবেশগত সমুদ্রবিদ্যা এবং জলবায়ু পরিবর্তনসহ সমুদ্রবিদ্যার ৬টি শাখার ৭২ টি ওরাল ১৩০টি পোস্টার প্রেজেনটেশনের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d