কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় পটিয়ায় গুরুতর আহত ২

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। গুরুতর আহত হয়েছেন দুই অটোরিকশাচালক। ২৮ ফেব্রুযারি রাত সাড়ে ৯টার দিকে পটিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের উপরে রাখা অটোরিকশা দুটি দ্রুত সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রেললাইনের পাশে পড়ে। এতে দুই চালক গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক জামাল বলেন, সন্ধ্যায় আমাদের সিএনজি সমিতির একটা মিটিং ছিল। সবাই রেলস্টেশন এলাকায় গাড়ি পার্কিং করে মিটিংয়ে যাই। মিটিং শেষে রাতে এসে যে যার সিএনজি নিতে আসে। এ সময় কক্সবাজার থেকে আসা দ্রুতগামী ট্রেনটি দেখতে পেয়ে চালকেরা রেললাইনে আড়াআড়িভাবে রাখা গাড়ি সরাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ভাগ্যক্রমে গাড়ি চুরমার হয়ে গেলেও তারা প্রাণে বেঁচে যান।

পটিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শেখ আহমদ বলেন, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি পটিয়া রেলস্টেশন অতিক্রম করার সময় এলোপাতাড়িভাবে অটোরিকশা রাখায় এ ঘটনাটি ঘটে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফতেখারুল আলম বলেন, রাতে ট্রেনের ধাক্কায় গুরতর আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d