কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তি প্রকাশে এই নির্দেশ জারি করে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে ৭ আগস্ট রাতে এই নির্দেশ জারি করা হয়েছে।
কৃষিবিদ ড. মো. হুমায়ন কবীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৭ দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের দলীয় শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং অবিলম্বে আইন প্রণয়ন করে ছাত্র সংসদ চালু করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।