কমবে মামলার জট: ৪৪৫৭ ইউনিয়নে হচ্ছে গ্রাম আদালত
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আইনি পরিষেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে ‘গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প পর্যায়-৩’। এই প্রকল্পের আওতায় ৮ বিভাগের ৪ হাজার ৪শ ৫৭টি ইউনিয়নে স্থাপন করা হবে গ্রাম আদালত। এ প্রকল্পটি জুলাই ২০২২ থেকে শুরু হয়েছে, যা শেষ হবে ২০২৭ সালে।
গ্রাম আদালত আইন অনুযায়ী সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যমানের কেসগুলোই বিচার করতে পারে। এই প্রকল্প বাস্তবায়ন হলে মামলার জট কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হচ্ছে অর্থের প্রধান উৎস, যার সঙ্গে বাংলাদেশ সরকার (এক-তৃতীয়াংশ সর্বমোট ফান্ডের) ও ইউএনডিপি রয়েছে। মোট ৫০ দশমিক ০১ মিলিয়ন ইউএস ডলার। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
এক প্রশ্নের জবাবে গ্রাম আদালত শক্তিশালী করার প্রত্যয় পুনরায় ব্যক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ভোরের কাগজকে বলেন, মামলা-মোকদ্দমা হ্রাসে সহায়তা করতে এবং গ্রাম আদালত ব্যবস্থাকে শক্তিশালী করে গ্রামীণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে আমাদের সরকার প্রতিশ্রæতিবদ্ধ। এ উপলক্ষে প্রয়োজনীয় সম্পদের বিকেন্দ্রীকরণ এবং জনমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেও সরকার কাজ করছে।