চট্টগ্রাম

কর্ণফুলীতে ৫০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাইয়ার দোকান এলাকায় প্রশাসনের অভিযানে ১০ শতক খাস জমি অবৈধ দখলদার হতে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ রয়া ত্রিপুরা।

সার্বিক সহযোগিতায় ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) এ কে এম সাজ্জাদ শাহ আমজাদ, কর্ণফুলী থানার এসআই বেলায়েত হোসেন ও পুলিশ সদস্যগণ।

অভিযানে কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা থেকে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভূক্ত বিএস ২০০৪ দাগের ১০ শতক জমি অবৈধ দখলদার মুক্ত করেন। পাশাপাশি দখলদারদের স্থাপনা উচ্ছেদ করা হয়। জমিটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ রয়া ত্রিপুরা বলেন, ‘উল্লিখিত জমির মালিকানা সরকার পক্ষে জেলা প্রশাসক। জায়গাটি দখলমুক্ত করে স্থাপনা সরিয়ে সাইনবোর্ড সাঁটানো হয়েছে। আমরা বলবো সরকারি সম্পত্তি হেফাজত করার দায়িত্ব সকল সচেতন নাগরিকের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d