চট্টগ্রাম

কর্ণফুলী থেকে ২২ বস্তা অপরিশোধিত চিনি জব্দ

কর্ণফুলী নদী থেকে একটি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ১০০ কেজি অপরিশোধিত চিনি উদ্ধার করেছে নগরের সদরঘাট নৌ পুলিশ।

শনিবার (৪ মে) রাতে কর্ণফুলী নদীর শিকলবাহা খালের মুখে তাতিয়া পুকুর পাড় এলাকায় চিনিসহ নৌকাটি জব্দ করা হয়।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, চোরাই চিনিবোঝাই একটি নৌকা শিকলবাহা খালের মুখে অবস্থান করে। সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করলে আমাদের দেখে ৪ জন দ্রুত নৌকা থেকে নেমে পালিয়ে যায়।

ইঞ্জিনচালিত নৌকা থেকে ২২ বস্তা অপরিশোধিত চিনি জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৫০ কেজি হিসেবে মোট চিনির পরিমাণ ১১০০ কেজি। এর আনুমানিক দাম হিসেব করা হয়েছে এক লাখ ৪৩ হাজার টাকা।

তিনি আরও জানান, চিনিসহ নৌকাটি জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ৪ জনের মধ্যে ২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। পালিয়ে যাওয়া ৪ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত জাহাজ থেকে আমদানি করা অপরিশোধিত চিনিগুলো চুরি করে নৌকায় নেওয়া হয়েছিল। সেগুলো চাক্তাই কিংবা সুবিধাজনক স্থানে খালাস করে বাজারে সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d