কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র মাধ্যমিক বিদ্যালয় কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, পদাতিক।
বিশেষ অতিথিদের মধ্যে মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, কাচালং সহকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ, বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্রশাসক নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ নবী ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমরা ভালো ভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফলের মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। একদিন তোমরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের স্বপ্নে এগিয়ে চলো।
বক্তারা আরো বলেন, শিক্ষার পাশে খেলাধুলা ও সহপাঠে মনযোগী হতে হবে। বর্তমানে শুধু পড়াশোনা করলেই হবে না, বিভিন্ন কারিকুলাম একটিভিটিতে অংশগ্রহণ করতে হবে।
এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।