চট্টগ্রাম

কাজ না করেই মসজিদের টাকা তুলে নিলেন ঠিকাদার

কাজ না করেই স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগ যোগসাজশে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বরাদ্দ দেওয়া টাকা তুলে নিয়েছে ঠিকাদার। অর্থবছর শেষ হওয়ার অজুহাতে বিল ছাড়ও করেছে উপজেলা প্রকৌশল বিভাগ। ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে এডিপির আওতায় মেসার্স আলম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত ১৩ এপ্রিল লটারির মাধ্যমে উপজেলা প্রকৌশলী কার্যাদেশ দেন। মসজিদ সংস্কার না করেই জুন মাসের শেষে পুরো প্যাকেজের টাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডি অফিসের সঙ্গে যোগসাজশে বিল উত্তোলন করেছে। এই প্রকল্পের কাজের তদারকির দায়িত্বে ছিলেন সহকারী প্রকৌশলী রিন্টু চাকমা।

তিনি সরেজমিনে পরিদর্শন করে কাজের গুনগত মান সন্তোষজনক বলে বিল দেওয়ার জন্য নথি পেশ করেন। অভিযোগ রয়েছে, টাকা উত্তোলন করতে সহযোগিতা করেছে উপজেলা এলজিইডি অফিস।

মসজিদ কমিটির সভাপতি শফিউল আলম, সেক্রেটারি ও খতিব মৌলভী নাজিম উদ্দিন বলেন, মসজিদ সংস্কারকাজের কথা তাদের কেউ জানায় নি। ১ বছর পর এসে আমরা মসজিদের সংস্কারের নামে ৬০ হাজার টাকা বরাদ্দ হয়েছে শুনে খবর নিয়ে জানলাম বরাদ্দ হয়েছে ঠিকই কিন্তু মসজিদ কমিটিকে না জানিয়ে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে। পরবর্তীতে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে লিখিতভাবে আবেদন করি এবং উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি ঠিকাদারকে অফিসে ডেকে পুনরায় কাজটি করে দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জাকের হোসেন বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মসজিদ সংস্কারের ৬০ হাজার টাকার এক টাকার কাজও না করে কিভাবে বিল উত্তোলন করে! মানুষ মসজিদে যে যার সামর্থ্য অনুযায়ী দান করে। আর এরা মসজিদের টাকা পযর্ন্ত মেরে খেল।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নুরুল আলমের সাথে বেশ কয়েক বার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তার বক্তব্য পাওয়া যায় নি।

উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, শেখেরখীল বায়তুর রহমান দরগাঘোনা জামে মসজিদ সংস্কার কাজ না করে প্রকল্পের টাকা উত্তোলন করার বিষয় টা গত ২১-২২ অর্থ বছরের। কিভাবে কাজ না করে টাকা উত্তোলন করল জানতে চাইলে তিনি বলেন ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র পেয়েই তাদের বিল দেওয়া হয়েছে। তবে তিনি ওই ফাইলে মসজিদ কমিটির কোন প্রত্যয়ন দেখাতে পারেন নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, এডিপির কাজ, উপজেলা পরিষদের কাজ না করে কীভাবে বিল নেওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d