চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ে টিসিবির পণ্য পেলেন ৩৬৮৯ জন

পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। দুইদিনে ৩ হাজার ৬৮৯ জন পণ্য পেয়েছেন।

রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন কলাবাগান এলাকায় পণ্য পেয়েছেন ১ হাজার ৬২ জন ও ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন বড়ইছড়ি বাজার ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৮৩৮ জন।

শনিবার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের খিয়াংঘাটে ৬৫০ জন ও ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ এলাকায় ১ হাজার ১৩৯ জনের মধ্যে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, গত শনিবার উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের খিয়াং ঘাট এলাকায় ৬৫০ জন এবং ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে ১১৩৯ জন টিসিবির কার্ডধারীকে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়।

তিনি জানান, ৪৭০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে পাঁচ কেজি চাউল, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার তেল তুলে দেওয়া হয়েছে।

টিসিবির ডিলার বিদর্শ বড়ুয়া ও কাঞ্চন চৌধুরী জানান, আমরা শান্তিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী টিসিবির পণ্য বিক্রয় করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d