পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণ উদ্বোধন

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে বছরব্যাপী ‘তঞ্চঙ্গ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। শনিবার (১ জুন) সকালে প্রধান অতিথি থেকে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার মহাসচিব মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম সাহিত্যিক, ভাষাকর্মী ও শিক্ষক চন্দ্রসেন তঞ্চঙ্গ্যাকে।

প্রধান অতিথি বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, ১৯৯৭ সালে শান্তিচুক্তির প্রাক্কালে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তঞ্চঙ্গ্যাদের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়কে নিজেদের ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।  সভা শেষে তিনি তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা কোর্সটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জেলা পরিষদের এমন শুভ উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত তঞ্চঙ্গ্যা ব্যক্তিবর্গ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

প্রসঙ্গত, উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রতি ব্যাচে ৫০ জন করে চার ব্যাচে মোট ২০০ জন শিক্ষার্থীকে তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা দেয়া হবে। ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ষষ্ঠ থেকে নবম শ্রেণির তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীরা এই কোর্সটি গ্রহণের সুযোগ পাবে। কোর্সটি চলবে স্কুল ছুটির পর বিকেল ৪:৩০টা থেকে ৫:৩০টা পর্যন্ত। প্রতিটি ব্যাচ সপ্তাহে ১ দিন ক্লাস চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d