কাপ্তাইয়ে ভোট নির্বিঘ্ন করতে সুষ্ঠু পরিবেশের প্রতিশ্রুতি
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসেন, কাপ্তাই ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর আশিকুজ্জান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং ওয়াগ্গা ইউনিয়নের সাধারণ সদস্য মো. সরোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাই উপজেলা নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীগণের মধ্যে যেই সৌহার্দপূর্ণ পরিবেশ আছে, সেটা দেখে আমরা খুব আনন্দিত। ভোট দেওয়া জনগণের গণতান্ত্রিক অধিকার তাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে সে জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর।
সভায় উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী , মো. নাছির উদ্দীন ও সুব্রত বিকাশ তনচংগ্যা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা আহমেদ পপি ও বিউটি হোসেন তাদের বক্তব্যে সহিংসমুক্ত, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তরিক পরিবেশে নির্বাচন হবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে ভাইস চেয়ারম্যান প্রার্থী চাষী কামাল কোথাও কোথাও তার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেন।