পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ে সেলুনের মালিককে মারধর ও ভাঙচুর, গ্রেপ্তার ২

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি এলাকায় সেলুনের মালিককে মারধর ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ওয়াগ্গা ইউনিয়ন শিলছড়ি এলাকার বাসিন্দা আব্দুল শুকুর (৪০) এবং আলমগীর (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়িতে আব্দুল শুকুর ও আলমগীর নামের দুই ব্যক্তি সেলুনের মালিক তরুন মজুমদারকে মারধর ও তার সেলুনে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তরুন মজুমদারকে রক্ষা করতে এগিয়ে আসা আরো কয়েক জন তাদের মারধরের শিকার হন। যাওয়ার সময় সেলুনে থাকা প্রায় ৯ হাজার ৬শত ৫০ টাকা এবং দুটি দামি চুল কাটার মেশিন ছিনিয়ে নিয়ে যায় তারা।

শুক্রবার (১০ মে) এ ঘটনায় ভুক্তভোগী সেলুনের মালিক তরুন মজুমদার বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। এর পরপরই ওসির নির্দেশে দুই জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, এই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d