কাপ্তাই হ্রদে নৌচলাচল স্বাভাবিক
রাঙামাটিতে ১৩ ঘণ্টা পর কাপ্তাই হ্রদে নৌচলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে বুধবার ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌচলাচল এর উপর যে নিষেধাজ্ঞা দেয়া হয় তা প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেল ৫টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক ভাবে করা যাবে।
এর আগে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বুধবার ভোর ৪টা থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচল এর উপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।
সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌযান চলাচল নিষিদ্ধ থাকায় দূর্ভোগ পোহাতে দেখা যায় পর্যটক ও পাঁচ উপজেলার মানুষকে।