কালও ভারী বৃষ্টি, পাহাড় ধসের আশঙ্কা
বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রামে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। সারাদিন ধরে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, ‘গত ২৪ ঘন্টায় সকাল ৯টা পর্যন্ত ২২ দশমিক ৬ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
আর কদিন এই বৃষ্টি চলবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমতে থাকবে। রবিবারের পর আবহাওয়া শুকনো থাকবে।’
পাহাড় ধ্বসের আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে এখন বৃষ্টি চলছে। আরও বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।’
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।