কালুরঘাট সেতু করেই যেন আমার মৃত্যু হয় : এমপি ছালাম
‘কালুরঘাট নিয়ে অনেক কথা, অনেক গল্প হয়েছে। আর কথা চাই না। এবার কাজের পালা। আমাকে আপনারা যে আশা নিয়ে ভোট দিয়েছেন, আমি যেন সে আশা পূরণ করতে পারি। কালুরঘাট সেতু করেই যেন আমার মৃত্যু হয়।’
শুক্রবার বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালাম এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রাসাদ চৌধুরী, রেজাউল করিম বাবুল, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল হক, শহিদুল ইসলাম শিমুল, সৈয়দ মো. ইয়াছির, ওয়াহিদ মুরাদ নোমান, মোহাম্মদ এরশাদ ও মাহমুদুল্লাহ লিটন প্রমুখ।