দেশজুড়ে

কুমিল্লায় পানির স্রোতে তলিয়ে প্রাণ গেল ২ বোনের

কুমিল্লার তিতাসে মাদরাসা থেকে ফেরার পথে বন্যার পানির প্রবল স্রোতে ভেসে দুই চাচাতো বোন মারা গেছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা বাগাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের প্রবাসী মনির হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০) ও একই এলাকার মোক্তার হোসেনের মেয়ে সামিয়া আক্তার (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং নয়াকান্দি ইসহাকিয়া সহিনিয়া দারুল কোরআন মাদরাসার ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, চাচাতো ও জেঠাত দুইবোন সকালে রাস্তা দিয়ে হাঁটু পানির ওপর মাদ্রাসায় যায়।

রোববার সকালে রাস্তা দিয়ে হাঁটুপানি ভেঙে মাদরাসায় যায় দুজন। ছুটি হওয়ার পর চারজন মিলে বাড়িতে ফেরার পথে রাস্তার ওপর কোমর সমান পানির প্রবল স্রোত ছিল। এ সময় পানির স্রোতে শিক্ষার্থী আয়েশা ও সামিয়া তলিয়ে যায়। অন্য দুই শিক্ষার্থী বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে। পরে বাড়ির আশেপাশের লোকজন এসে উদ্ধারের চেষ্টা চালায়। এলাকাবাসী এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d