জাতীয়

কুমিল্লার রসমালাইসহ নতুন ১৪ পণ্য পেল জিআই সনদ

কুষ্টিয়ার তিলের খাজাসহ নতুন করে আরো ১৪টি পণ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) সনদ পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে দেশে মোট জিআই সনদপ্রাপ্ত পণ্যের সংখ্যা দাঁড়ালো ৩১টি।

বৃহস্পতিবার নতুন কর ১৪টি পণ্য জিআই সনদ লাভ করেছ।

নতুন জিআই সনদ পাওয়া পণ্যগুলো হলো-

১. ব্লাক বেঙ্গল ছাগল

২. টাইঙ্গালের পোড়াবাড়ির চমচম

৩. কুমিল্লার রসমালাই

৪. কুষ্টিয়ার তিলের খাজা

৫. রংপুরের হাঁড়িভাঙা আমি

৬. মৌলভীবাজারের আগর আতর

৭. ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা

৮. যশোরের খেজুরের গুড়

৯. নরসিংদী অমৃত সাগর কলা

১০. রাজশাহীর মিষ্টি পান

১১. গোপালগঞ্জের রসগোল্লা

১২. জামালপুরে নকশী কাঁথা

১৩. টাঙ্গাইল শাড়ি

১৪. মৌলভীবাজারের আগর

প্রসঙ্গত, জিআই হলো ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। সাধারণত জিআইতে উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। কোন একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ঐ জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোন একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে ঐ অঞ্চল বা দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d