চট্টগ্রাম

সপ্তাহের ব্যবধানে কেজিতে আলুর দাম বেড়েছে ২০ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতি কেজি আলুতে বেড়েছে ২০ টাকা। এক সপ্তাহ আগে বিক্রি হওয়া পুরাতন আলু বিক্রি হয়েছ ৫০ টাকায়। এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে এখন সাদা নতুন আলু বেশি। কিছু দোকানে পুরনো আলু পাওয়া যাচ্ছে। পুরনো আলু এখনও বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। পুরনো আলুর দামও আগের তুলনায় ২০ টাকা বেশি।

এ বছর আলুর দর লাফিয়ে বাড়তে থাকায় দাম বেঁধে দেওয়ার পর আমদানির উদ্যোগ নেয় সরকার। আমদানির পাশাপাশি বাজারে এখন নতুন আলুর সরবরাহও অনেক বেড়েছে। এরপরও লাগাম টানা যায়নি। অথচ সপ্তাহখানেক আগে দুই ধরনের আলুর দর ছিল ৫০-৫৫ টাকার মধ্যে।

মিরসরাই সদরে বাজার করতে আসা স্কুলশিক্ষক নুর উদ্দিন মাহমুদ বলেন, বাজার করতে যে টাকা নিয়ে বাজারে আসি এখন সেই বাজেটে বাজার করা সম্ভব হয়না। সবকিছুর দাম বেড়ে যাওয়ার কারণে হয় বাজার কম করতে হবে নাহয় বাকিতে বাজার করতে হয়। মনে হয় দেশে বাজার নিয়ন্ত্রণের কেউ নেই।

বিক্রেতারা বলছেন, নতুন আলু আসার পরও এখনও আলুর বাজার চড়া, যে ধরনের পরিস্থিতি গত কয়েক বছরে দেখা যায়নি। এক সপ্তাহ আগে দাম কমে ৫০ টাকায় নেমেছিল।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এরপর আলুর দাম নিয়ন্ত্রণে ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেওয়া হয়। তবে আলু আমদানির জন্য দেওয়া অনুমতিপত্রের (আইপি) মেয়াদ গত ১৫ ডিসেম্বর শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d