চট্টগ্রাম

কোতোয়ালীর ‘বড় ভাই’ অস্ত্রসহ গ্রেপ্তার

নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্র বড় ভাই গ্রুপের প্রধান গোলাম রসুল সানিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোলাম রসুল সানি (২৬), পটিয়া থানার শান্তিরহাট বেল্লাপাড়া সিদ্দিক মেম্বারের বাড়ির নজরুল ইসলামের ছেলে।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নগরের কোতোয়ালী থানার জলসা মার্কেটের সামনে গত ১ ফেব্রুয়ারি ইব্রাহিম সিফাত নামে এক ব্যক্তির মোবাইল ও মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়। সিফাত থেকে লুন্ঠিত মালামালসহ গোলাম রসুল সানিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেহ তল্লাশি করে হেফাজত থেকে ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কার্তুজের সূত্রধরে অভিযান চালিয়ে সিআরবি গলাচিপা জঙ্গল থেকে সানির স্বীকারোক্তি মতে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে আরও একটি নিয়মিত মামলা করা হয়েছে হয়। সানির বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d