চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের দুই সোর্স গ্রেপ্তার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র ও কার্তুজসহ ইউপিডিএফের (মূল দল) দুই সোর্স গ্রেপ্তার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে সিন্দুকছড়ি স্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- তৈকর্মা পাড়ার মজিদ হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (৩৫) ও সিন্দুকছড়ি বাজার পাড়ার সাইদুর রহমানের ছেলে মো. মজিবুর হোসেন (৫১)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুইজনই ইউপিডিএফের (মূল) সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তারা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টোকেন কেটে চাঁদা আদায় করতেন।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় অস্ত্রসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d