খাগড়াছড়িতে নৌকার প্রার্থী কুজেন্দ্র ত্রিপুরার হ্যাট্রিক
পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি এই আসনে ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন ১০৯৩৮ ভোট।
রবিবার রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান। এসময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, খাগড়াছড়ি আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১৯৬টি। এ আসনে ভোট প্রধানের হার ৪৯.৯৮ শতাংশ। বাকি প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির উশ্যেপ্রু মারমা সেনালী আঁশ প্রতীকে ৯ হাজার ৫২৬, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মোস্তফা আম প্রতীকে পেয়েছেন ৮৪৫৬ ভোট।
খাগড়াছড়ি আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ২০১৪ সালে প্রথমবার ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এ নিয়ে টানা তৃতীয়বারের জয়ে তিনি হ্যাট্রিক করেছেন।