খাগড়াছড়িতে মাছ ধরতে গিয়ে ২ কিশোর নিখোঁজ
খাগড়াছড়ির রামগড়ে নদীতে মাছ ধরতে গিয়ে পৃথক ঘটনায় দুই কিশোর নিখোঁজ হয়েছে। ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ফেনীরকুল নামার চর এলাকায় জাল দিয়ে মাছ তরতে গিয়ে বাদশা (১৬) নামে এক কিশোর নদীতে ডুবে যায়।
এর আগে বুধবার (২৮ আগস্ট) স্থানীয় বল্টুরাম এলাকায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে নয়ন (১৩) নামে কিশোর নদীতে পড়ে যায়।
নিখোঁজ বাদশা রামগড়ের নাকাপা এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং নয়ন বল্টুরাম এলাকার মো. শফিকের ছেলে।
চট্টগ্রাম আগ্রাবাদের ডুবুরি দলের সাব অফিসার মো. জসিম বলেন, তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) নিখোঁজদের উদ্ধারে আবার চেষ্টা করা হবে।
ভয়াবহ বন্যার পানি কমে যাওযার পর থেকে ফেনী নদীতে শত শত মানুষ মাছ ধরছে।