খাগড়াছড়িতে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা
খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ির উপ পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান।
সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, জাতীয় ইমাম সমিতি খাগড়াছড়ির সাধারণ সম্পাদক মাওলানা মো. ইসমাইল হোসেন, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন আল কাদেরী বক্তব্য রাখেন।
সভায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সন্ত্রাস প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অনুরোধ জানান।