খাগড়াছড়ির দুর্গম পল্লির বর্ন্যাতদের আর্থিক সহায়তা প্রদান
সন্দ্বীপ ভিত্তিক ২৯ টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ’-এর উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলার ধনিরাম পাড়া, ধর্মরাম পাড়া, শফি টিলা, অযোধ্যার মোড়, দন্ডিপাড়া, শিশক বাড়ি আর্মি ক্যাম্প এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ (বৃহস্পতিবার) ২৯ আগস্ট উপরোক্ত এলাকাসমুহে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, উপদেষ্টা কাজী জিয়া উদ্দিন সোহেল ও এডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন, আবুধাবী প্রবাসী মুনসুর সন্দ্বীপী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাংগা উপজেলা কমিটির সভাপতি মো. সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মো. লৎফর রহমান, মো.আশরাফ উদ্দিন রনি প্রমুখ।
প্রসঙ্গত, সংগঠনটি ২০২১ সালের ১জুন প্রতিষ্ঠার হওয়ার পর থেকে সন্দ্বীপ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাজ সেবামূলক কাজ করে আসছে।