খাতুনগঞ্জে অভিযান, বিপুল পরিমাণ পলিথিন জব্দ
চট্টগ্রাম নগরের চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় ২টি পলিথিন গোডাউনে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, নগরের খাতুনগঞ্জ এলাকায় ওসমানিয়া গলির একটি গোডাউন ও রহমান এন্ড ব্রাদার্স নামে একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।